আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ (এপিএসসিএল) জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ ৮টি পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হল।
ASHUGANJ POWER STATION COMPANY LTD Job Circular 2019
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র ইলেকট্রিশিয়ান)পদ সংখ্যা : ১৩ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র ওয়েল্ডার)পদ সংখ্যা : ০২ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র ইন্সট্রুমেন্ট মেকানিক)পদ সংখ্যা : ০৮ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র টেকনিশিয়ান)পদ সংখ্যা : ১৬ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র ক্রেন অপারেটর)পদ সংখ্যা : ০১ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র এসি মেকানিক)পদ সংখ্যা : ০২ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র প্লাম্বার)পদ সংখ্যা : ০২ টি
পদের নাম : এপ্রেনটিস (জুনিয়র মেসন)পদ সংখ্যা : ০১ টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা নূন্যতম জিপিএ ৩.৫।
বেতন : প্রশিক্ষণ চলাকালীন সময়ে এপ্রেনটিস হিসাবে প্রতি মাসে সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে http://apscl.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরু: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১৯ মার্চ ২০১৯ তারিখ সকাল ১০:০০ টা।
No comments